রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ফ্রান্সে বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সমাবেশে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। গত সপ্তাহের পর গতকাল  এটি ছিল দ্বিতীয় বিক্ষোভ। গত বছর পরিবেশবান্ধব যান ব্যবহারে উসাহিত করতে  প্রেসিডেন্ট ম্যাক্রঁন জ্বালানি তেলের দামের ওপর করারোপের  ঘোষণা দিয়েছিলেন। ওই করারোপের পাশাপাশি সরকার ইলেকট্রিক গাড়ি কেনায় প্রণোদনার প্রস্তাব দিয়েছিল। তবে ম্যাক্রঁনের এই সিদ্ধান্ত মানতে অনেকেই নারাজ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীরা সরকারের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে সব গাড়িচালককে অবশ্যই তাদের গাড়িতে হলুদ জ্যাকেট রাখার অনুরোধ জানিয়েছে। গত সপ্তাহে বিক্ষোভকারীরা  দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলোতে ব্যারিকেড পুড়িয়ে বন্ধ করে দেয় এবং তেলের পাম্প, শপিং সেন্টার ও কিছু কারখানায় ট্রাকের প্রবেশ বন্ধ করে দিয়েছিল। বিবিসি জানিয়েছে, প্যারিসের কেন্দ্রস্থলে চ্যাম্পস এলিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নিলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের ঘিরে রেখেছিল।

সর্বশেষ খবর