সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
খাশোগি হত্যাকাণ্ড

সিআইএর মূল্যায়ন নিয়ে সন্দেহে জ্যেষ্ঠ সৌদি প্রিন্স

তুরস্কের সৌদি কনস্যুলেটের ভিতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ নির্দেশ দিয়েছিলেন, সিআইএর এ মূল্যায়ন নির্ভরযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ এক সৌদি প্রিন্স। তার নাম তুর্কি আল ফয়সাল। তিনি এক সময় সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। এ ছাড়াও রাজপরিবারের এ প্রভাবশালী সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতও ছিলেন। শনিবার আবুধাবিতে এক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। নিউইয়র্কভিত্তিক বৈরুত ইনস্টিটিউট ওই সম্মেলনের আয়োজন করে। তিনি বলেন, সিআইএ সব সময় সঠিক ও সত্য রিপোর্ট দেয় না। তার অনেক প্রমাণ আছে। সিআইএর মূল্যায়নের ওপর সন্দেহের কথা জানাতে গিয়ে ২০০৩ সালের মার্কিন আগ্রাসনের আগে ইরাকে রাসায়নিক অস্ত্র বিষয়ে তাদের প্রতিবেদনের দিকেও ইঙ্গিত করেন ফয়সাল। সিআইএ সেসময় ইরাকে প্রাণঘাতী অস্ত্র থাকতে পারে বলে ধারণা দিয়েছিল; পরে তা ভুল প্রমাণিত হয়। তার মন্তব্য, ‘সেটি ছিল বড় ধরনের ভুলের জাজ্বল্য প্রমাণ, যা একটা পুরো মাত্রার যুদ্ধ ও হাজার হাজার লোককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।’  তুর্কি আল ফয়সাল বলেন, ‘যুক্তরাষ্ট্র কেন সিআইএকে কাঠগড়ায় দাঁড় করায় না, তার কারণ খুঁজে পাই না আমি। ইস্তাম্বুলের কনস্যুলেটে কী হয়েছে, কে কী করেছে, কে দায়ী, কে নয়, এ বিষয়ে এটিই আমার উত্তর।’ গত মাসে তুরস্কের সৌদি কনস্যুলেটের ভিতরে সাংবাদিক খাশোগিকে হত্যায় ক্রাউন প্রিন্সের নির্দেশ বিষয়ক সিআইএর মূল্যায়নের খবরটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। খাশোগি এ মার্কিন সংবাদমাধ্যমেই কলাম লিখতেন। সিআইএ তার মূল্যায়নের বিস্তারিত প্রেসিডেন্ট, কংগ্রেসসহ যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য অংশকে জানিয়েছে বলে গত সপ্তাহে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল।

 

 

সর্বশেষ খবর