বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

মিজোরামে বিধানসভার ভোট

ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র কংগ্রেস শাসিত মিজোরাম রাজ্যে গতকাল বিধান সভার ভোট অনুষ্ঠিত হয়েছে। ৪০ সদস্যের রাজ্য বিধানসভার সদস্য বেছে নিতে ভোট দেন ৭ লাখ ৬৮ হাজার মানুষ। প্রার্থীর সংখ্যা ২০৯। কংগ্রেস, বিজেপি ছাড়াও লড়াই করেছে বিভিন্ন আঞ্চলিক দল। কংগ্রেস দুর্গ টিকিয়ে রাখার বিষয়ে আশাবাদী বর্তমান মুখ্যমন্ত্রী লাল থানহাওলা। কিন্তু ভারতের বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, মিজোরাম হারাতে চলেছে কংগ্রেস।

একমত সালমান ও সিসি

মিসরে প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি। মঙ্গলবার এ বৈঠকে দুজনই কাতারের বিরুদ্ধে অবরোধ বহাল রাখার বিষয়ে একমত হয়েছেন। মঙ্গলবারের বৈঠকে কাতারকে চাপে রাখতে এ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিস্ফোরণে নিহত ২২

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে গতকাল একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুড়ে গেছে কমপক্ষে ৫০টি গাড়িও। বেইজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর ঝাংজিয়াকোউতেও ২০০২ সালের শীতকালীন অলিম্পিক হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও খনি দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।

ইয়েমেন বিষয়ে অপেক্ষা

যুক্তরাষ্ট্র ইয়েমেনে অস্ত্র বিরতির দাবি জানিয়ে দেওয়া খসড়া প্রস্তাব আগামী মাসে সুইডেনে শান্তি আলোচনা পর্যন্ত ধরে রাখার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পরামর্শ দিয়েছে। ব্রিটেন গত সপ্তাহে এ প্রস্তাব উপস্থাপনের পর জাতিসংঘ ইয়েমেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।  শান্তি আলোচনার জন্য সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের সুইডেনে আনার আশা করছেন জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর