শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করতে পারেন ট্রাম্প

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন নিয়ে সাম্প্রতিক সংকটের কারণে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে নির্ধারিত বৈঠকটি বাতিলও করে দিতে পারেন। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের সাইডলাইনে এ দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। এতে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তরোত্তর উত্তেজনা বৃদ্ধি, অস্ত্র চুক্তি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যু নিয়ে কথা হবে বলে ধারণা করা হচ্ছিল। মঙ্গলবার ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেছেন, তিনি ক্রিমিয়া উপকূলের কাছে রবিবারের ঘটনার ‘পূর্ণাঙ্গ বিবরণের’ অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দল এ প্রতিবেদন দেবে; যার ওপর ভর করেই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হবে, জানান মার্কিন প্রেসিডেন্ট। সম্ভবত আমার সঙ্গে তার (পুতিন) বৈঠক হবে না। হয়তো আমিই আর করতে চাইব না। আমি আগ্রাসন পছন্দ করি না। আমি কোনোভাবেই আগ্রাসন চাই না। যুক্তরাজ্য বলছে, রাশিয়া ওই অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল এবং ধারাবাহিকভাবে ইউক্রেনের সার্বভৌমত্বের অধিকার খর্ব করছে। কের্চ প্রণালির ঘটনা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও। কথোপকথনে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে রুশ সমুদ্রসীমায় শান্তিপূর্ণ চলাচলের নিয়মনীতি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘনের অভিযোগ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

সর্বশেষ খবর