শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রেক্সিটে ‘গরিব’ হবে যুক্তরাজ্য!

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে চুক্তির ভিত্তিতেই ব্রেক্সিট কার্যকর হোক না কেন, বিচ্ছেদের ফলে যুক্তরাজ্য তুলনামূলক গরিব হয়ে পড়বে। সূত্র : রয়টার্স।

প্রসঙ্গত, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিতে ধস নামাবে— এমন আশঙ্কার কথা নানা মহল থেকেই বলা হয়েছে। এবার যুক্তরাজ্য সরকারের নিজস্ব গবেষণা প্রতিবেদনে সেই আশঙ্কার চিত্র উঠে এলো। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ’ ব্রেক্সিট’ নামে পরিচিত। গত বুধবার প্রকাশিত যুক্তরাজ্যের ট্রেজারি ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের পরিকল্পনা মতো বিচ্ছেদ হলে যুক্তরাজ্যের অর্থনীতি আগামী ১৫ বছরে ৩ দশমিক ৯ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। আর যদি কোনো চুক্তি ছাড়াই বিচ্ছেদ ঘটে, তবে অর্থনীতির ক্ষতির পরিমাণ ৯ দশমিক ৩ শতাংশে পৌঁছতে পারে।

ক্ষতির এই হার অর্থের অঙ্কে কত সে বিষয়ে কোনো ধারণা দেয়নি অর্থ বিভাগ। তবে স্বাধীন বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির ৩ দশমিক ৯ শতাংশ সংকোচন মানে ২০৩০ সাল নাগাদ বছরে প্রায় ১০০ বিলিয়ন পাউন্ডের ক্ষতি হবে।

সর্বশেষ খবর