রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনে রুশ হস্তক্ষেপ

রাশিয়ার সঙ্গে যোগাযোগ ছিল ট্রাম্পের আইনজীবীর

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কীভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, সে সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত এক আইনি স্মারকে এ তথ্য উঠে এসেছে। এক মার্কিন কেন্দ্রীয় বিশেষ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এ বিষয়ে শুক্রবার আদালতে কাগজপত্র দাখিল করেছেন। ট্রাম্পের নির্বাচনী দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ বিষয়ে প্রধান তদন্তকারী কর্মকর্তা রবার্ট মুয়েলার শুক্রবার ট্রাম্পের দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগের বিষয়ে মাইকেল কোহেনের সহায়তার বিস্তারিত ওই স্মারকে তুলে ধরেন। কোহেন স্বীকার করেছেন, ওই স্মারক অপরাধের জন্য শাস্তি নিশ্চিত করার জন্য। এদিন রবার্ট মুয়েলার আদালতে আরও একটি আইনি স্মারক উপস্থাপন করেন, যার ওপর ভিত্তি করে ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারণা প্রধান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে মামলা শুরু করা হয়। ওই স্মারকে ম্যানাফোর্টের বিরুদ্ধে একটি আইনি আবেদন নিয়ে দরকষাকষির চুক্তি লঙ্ঘনের অভিযাগ আনা হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুয়েলার যাদের বিরুদ্ধে তদন্ত করছেন তাদের মধ্যে অন্যতম হলেন মাইকেল কোহেন ও পল ম্যানাফোর্ট। দুজনই মুয়েলারের তদন্তকারী দলকে সহায়তা করছিলেন। বিবিসি ।

 তবে এখন মুয়েলার ম্যানাফোর্টের বিরুদ্ধে মিথ্যাচারিতার অভিযোগ তুলছেন। এদিকে, নিউইয়র্কের কৌঁসুলিরা মাইকেল কোহেলের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেছেন। তারা কোহেনের কারাবাসের সময়ের জন্য এ মামলা করেন। আগামী বুধবার এ বিষয়ে রায়ের কথা রয়েছে। কৌঁসুলিরা জানান, নির্বাচনী আর্থিক আইন, কর ফাঁকি ও যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের কাছে মিথ্যাচারিতার কথা স্বীকার করে নেওয়ার পর  কোহেনের উল্লেখযোগ্য সময়ের কারাবাস হওয়া উচিত।  প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বরাবরই তার নির্বাচনে রাশিয়ার কর্মকর্তাদের সহযোগিতা কিংবা হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছেন। হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবারের স্মারক দুটিতে নতুন কিছুই নেই কিংবা তা প্রেসিডেন্টের  কোনো ক্ষতি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, ‘প্রেসিডেন্টকে সম্পূর্ণ দায়মুক্ত করল। ধন্যবাদ!’ অবশ্য তিনি কীসের প্রতি ইঙ্গিত করে এ টুইট করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর