শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিরিয়া থেকে পিছু হটলেন ট্রাম্প!

আকস্মিক ঘোষণায় বিস্মিত মিত্ররা

অনেকটা শপথ করেই সিরিয়ায় গিয়েছিল আমেরিকার সৈন্যরা। কথা ছিল জঙ্গি সংগঠন আইএসকে হটানোর অন্তরালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উত্খাত করা। কিন্তু এই ছকে বাঁধা হয়ে দাঁড়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট আসাদের পক্ষ নিয়ে বসেন পুতিন। ফলে আসাদকে হটানোর চিন্তাভাবনাকে দূরেই সরিয়ে রাখে আমেরিকা। সিরিয়ায় যুদ্ধের নামে এরমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা। এ অবস্থায় হঠাৎ করেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা পরাজয় স্বীকার করে পশ্চাৎপদ! তবে ট্রাম্প বলছেন সিরিয়ায় তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিজয় হয়েছে। সুতরাং সেখানে আর আমাদের থাকার দরকার নেই। বুধবার একটি ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‘আইসিস-এর বিরুদ্ধে আমরা জয় পেয়েছি। তাই সময় হয়েছে আমাদের সেনাদের দেশে ফিরিয়ে আনার।’ মার্কিন কর্মকর্তারা বুধবার জানায়, ট্রাম্প সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহার করবেন। তবে আইএস-এর বিরুদ্ধে বিজয়ের ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় তার বিশেষজ্ঞরা পর্যন্ত বিস্মিত হয়েছেন। ট্রাম্পের এমন সিদ্ধান্ত তার প্রশাসনের কেউ টের পাননি। আইনপ্রণেতা, রিপাবলিকান নেতা, পেন্টাগন ও আন্তর্জাতিক মিত্রদের মোটামুটি অন্ধকারে রেখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রিপাবলিকান আইন প্রণেতারা এই পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। মার্কিন গণমাধ্যম বলছে, টুইটারে যখন আইএস বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, ঠিক সেই সময় তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পেন্টাগনে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। কবে বা কত দ্রুত তাদের ফেরত আনা হবে, ট্রাম্প সে কথা জানাননি। একাধিক সূত্র বলছে, আগামী দুই-তিন মাসের মধ্যেই সব সেনা ফিরিয়ে আনা হবে। পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সিরিয়া থেকে সেনা ফেরত আনা শুরু হয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞ একমত, গত দুই বছরের অব্যাহত সামরিক তৎপরতার ফলে সিরিয়ায় একসময় আসন গেড়ে বসা আইএস পিছু হটেছে। তবে তাদের পুরোপুরি নির্মূল করা গেছে, সে কথা বলা যাবে না। কারণ গত দুই মাসে হাজার খানেক সিরিয় নাগরিককে হত্যা করেছে আইএস জঙ্গিরা। এএফপি

সর্বশেষ খবর