রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নেপালে শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২৩

নেপালে শিক্ষা সফরের বাস খাদে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে পড়ে যায়। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই কৃষ্ণ সেন ইচ্ছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী। উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে তারা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন।  সেখান থেকে ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে। জানা গেছে, কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমের দুর্গম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সড়ক থেকে প্রায় ৭০০ মিটার নিচে পড়ে যায় বাসটি। উল্লেখ্য, দেশটির পাহাড়ি রাস্তায় প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত সপ্তাহেও মধ্যাঞ্চলের নুয়াকোটে  জেলায় মিনিট্রাক দুর্ঘটনায় ২০জন নিহত হন। রয়টার্স, আল জাজিরা।

 

 

সর্বশেষ খবর