মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইমরান খানের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সমর্থন সেনাপ্রধানের

ইমরান খানের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সমর্থন সেনাপ্রধানের

ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। তবে ভারতের দিকে পরম আন্তরিকতার সঙ্গে যে শান্তি ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তা পাকিস্তানের দুর্বলতা মনে না করারও আহ্বান জানিয়েছেন তিনি। করাচিতে শনিবার নৌ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হলে তাতে সবারই উপকার। একে অন্যের সঙ্গে যুদ্ধ করার চেয়ে রোগ, দরিদ্রতা, অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করাটা এখন বেশি গুরুত্বপূর্ণ। জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তানের বিরুদ্ধে অঘোষিত সন্ত্রাস ও স্যাবোটাজ চলছে। সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি তার দেশ। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইমরান খানের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। বলেন, আমাদের সরকার ভারতের প্রতি শান্তি এবং বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এ প্রচেষ্টাকে আমাদের দুর্বলতা মনে করা উচিত হবে না। যুদ্ধ মানুষের জন্য মৃত্যু, ধ্বংস এবং দুর্দশা বয়ে আনে। দরকষাকষি আলোচনার মাধ্যমে সব বিষয়ের সমাধান আসে। এ জন্যই আফগানিস্তানে দীর্ঘমেয়াদি শান্তি বয়ে আনার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। কিন্‘ ভারত-পাকিন্লাৃনর মৃধ্ত্র দ্বিপক্ষীয় কোনো সংলাপ না হওয়ায় ২০১৭ সালে এই উত্তেজনা আরও বিকট আকার ধারণ করে।

 তবে সম্প্রতি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছেন ইমরান খান। শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর করিডোর উন্মুক্ত করার মাধ্যমে পাক-ভারত সম্পর্ক উন্নয়নে আশার আলো দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর