মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

যাত্রীবিমানে হামলার পরিকল্পনা আল কায়েদার

———— ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, জঙ্গিগোষ্ঠী আল কায়েদা পুনঃসংগঠিত হয়ে ইউরোপে যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা করছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, বিমান ভূপাতিত করার প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে আল কায়েদা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একযোগে চালানো হয়েছিল চার-চারটি আত্মঘাতী বিমান হামলা। দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। নিমিষে ধসে পড়ে ভবন দুটি। ভয়াবহ ওই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন।  ব্রিটিশ নিরাপত্তামন্ত্রী ওয়ালেস মনে করেন, আল কায়েদার প্রভাব একেবারে শেষ হয়ে যায়নি। তারা আবারও সংগঠিত হচ্ছে এবং বিমান হামলা চালাতে মরিয়া হয়ে আছে।

 

সর্বশেষ খবর