মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই মাস আগেই ম্যাটিসকে সরিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সাবেক চার তারকা জেনারেল জিম ম্যাটিস। পরে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দায়িত্বে থাকার আহ্বান জানান। কিন্তু হঠাৎ করেই ট্রাম্প ম্যাটিসের ওপর বিরক্ত হয়ে আগামী ১ জানুয়ারিই পদত্যাগপত্র কার্যকর করছেন। অর্থ্যাৎ দায়িত্ব ছাড়ার দুই মাস আগেই সরিয়ে দিচ্ছেন। পয়লা জানুয়ারি থেকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ম্যাটিসের সহকারী প্যাট্রিক শানাহান। হোয়াইট হাউসের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, ম্যাটিসের পদত্যাগ নিয়ে এতো বেশি আলোচনা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। বৃহস্পতিবার ট্রাম্প টুইটে জানিয়েছিলেন, এমন পদত্যাগপত্র যা লেখা উচিত না। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রবিবার ম্যাটিসকে জানিয়ে দিয়েছেন ১ জানুয়ারি তাকে বিদায় নিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ম্যাথিসের পদত্যাগপত্রে ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। পদত্যাগপত্রে ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন ম্যাটিস। আর নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই প্যাট্রিক শানানাহ   বোয়িং কোম্পানির সাবেক সহ-নির্বাহী ও উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

সর্বশেষ খবর