বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্কুলে বন্দুক হামলার ক্ষত-বিক্ষত যুক্তরাষ্ট্র

ফিরে দেখা ২০১৮

স্কুলে বন্দুক হামলার ক্ষত-বিক্ষত যুক্তরাষ্ট্র

হামলার পর নিরাপদে সরিয়ে নেওয়া হয় শিক্ষার্থীদের

বিদায় নিতে চলেছে ২০১৮ সাল। তবে এই বছরটি যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভয়াবহ সময় কেটেছে। যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলির ঘটনায় শুধু এ বছরেই অন্তত ১১৩ জন হতাহতের ঘটনা ঘটেছে। স্কুলে বন্দুক হামলার ঘটনায় প্রতিবছরে নিহতদের সংখ্যার তালিকা তৈরি করার উদ্দেশ্যে করা এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ২০১৮ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের শিক্ষা সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করা পত্রিকা ‘এডুকেশন উইক’ স্কুলে গোলাগুলির ঘটনার তালিকা তৈরি করা শুরু করে। তখন থেকে এ পর্যন্ত মোট ২৩টি ঘটনা নথিবদ্ধ করেছে তারা যেসব ক্ষেত্রে হতাহতের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বছরে প্রায় ১৮০ দিন স্কুল খোলা থাকে; অর্থাৎ গত বছরে, গড়ে প্রতি আট দিনে একটি করে হামলা হয়েছে কোনো না কোনো স্কুলে। এসব গোলাগুলির ঘটনা পর্যালোচনা করা আরেকটি গবেষণা থেকে জানা যায়, ১৯৭০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত হিসাব করলে সবচেয়ে বেশি সংখ্যক ঘটনা ঘটেছে ২০১৮ সালে।

সর্বশেষ খবর