বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘কলকাতার যিশু’র কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর নেই

কলকাতা প্রতিনিধি

‘কলকাতার যিশু’র কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর নেই

না-ফেরার দেশে প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী (৯৪)। গতকাল দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার দুটি জনপ্রিয় কাব্যগ্রন্থের নাম ‘কলকাতার যিশু’ ও ‘উলঙ্গ রাজা’।

১৯২৪ সালের ১৯ অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। কলকাতার সেন্ট পলস কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি সাংবাদিকতাজগতে প্রবেশ করেন। পরে আনন্দবাজার পত্রিকায় যোগ দেন। দীর্ঘদিন আনন্দমেলা পত্রিকার সম্পাদক ছিলেন। এরই পাশাপাশি চলছিল কাব্যচর্চা। ৪৭টির বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে কবির। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নীরেন্দ্রনাথকে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন।

সর্বশেষ খবর