শিরোনাম
শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হঠাৎ ইরাক সফরে ট্রাম্প

হঠাৎ ইরাক সফরে ট্রাম্প

ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে ট্রাম্প দম্পতি -এএফপি

চলছে মার্কিন সরকারের অচলাবস্থা। এ কারণে বড়দিনে প্রায় একঘরে হয়ে সময় কাটাতে হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই খেদ জানিয়ে করেছেন একের পর এক টুইট। কিন্তু বড়দিনের পর দিনেই হঠাৎ করেই ইরাকে মার্কিন সেনাদের মধ্যে উপস্থিত হয়েছেন ট্রাম্প। বুধবার আকস্মিকভাবে পশ্চিম বাগদাদে অবস্থান নেওয়া মার্কিন সেনাদের বড়দিনের শুভেচ্ছা জানাতে যান ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সেখানে তাঁরা ঘণ্টা তিনেক অবস্থান করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, গভীর রাতে বিমানযোগে বাগদাদ যান প্রেসিডেন্ট। দেশের জন্য ‘সেবা, সাফল্য ও আত্মত্যাগ’ করায় সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। তবে আপাতত ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। ইরাকে বর্তমানে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা রয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের কয়েক দিন পর এই সফর করলেন ট্রাম্প। গত সপ্তাহে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার এক দিন পরই ম্যাটিসের পক্ষ থেকে পদত্যাগের সিদ্ধান্ত আসে। মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়, ম্যাটিসের পদত্যাগের মূলে রয়েছে ট্রাম্পের সঙ্গে তাঁর মতভেদ। গত মঙ্গলবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশপত্রে স্বাক্ষর করেছেন বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। বাগদাদ থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে তিনি জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে থেমে দেড় ঘণ্টা অবস্থান করেন।

ক্ষুব্ধ ইরাকিরা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঘোষিত ইরাক সফরকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির রাজনীতিক ও মিলিশিয়া নেতারা। এ ঘটনায় পার্লামেন্টের জরুরি অধিবেশন দাবি করেছেন শিয়াপন্থি ইসলাহ পার্লামেন্টারি ব্লকের নেতা সাবাহ আল সাদি। আল জাজিরা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর