রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ফিরে দেখা ২০১৮

‘রক্তে রঞ্জিত’ সৌদি যুবরাজের হাত

‘রক্তে রঞ্জিত’ সৌদি যুবরাজের হাত

জামাল খাশোগি - প্রিন্স সালমান

২০১৮ সালের শুরুটা সৌদি যুবরাজের ছিল অনেক আনন্দের। চরম ক্ষমতার প্রয়োগ থাকে তার হাতে। এ বছর একের পর এক দেশটির নারী ও সাধারণ মানুষের জন্য নানা মুক্তির বার্তা দেন। সিনেমা হল খুলে দেওয়ার ব্যবস্থা করেন, মেয়েদের জন্য গাড়ি চালানোর অনুমতি দেন। কিন্তু তিনি তার সমালোচকদের জন্য ভয়ঙ্কর বার্তাও দেন। যারা তার সমালোচনা করবেন তাদের হয় জেলে যেতে হবে নতুবা জীবন দিতে হবে। সংস্কার বা সমালোচনা করায় দেশটির ডজন মানবধিকার কর্মীকে জেলে ঢুকতে হয়। অনেকে দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নেয় ভিন দেশে। এমনই এক ব্যক্তি সাংবাদিক জামাল খাশোগি। ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন খাশোগি। মাঝে মাঝে সৌদি রাজতন্ত্র ও যুবরাজের সমালোচনা করে লিখতেন। কিন্তু সেটিই কাল হয় খাশোগির। ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে খুন হয় খাশোগি।  খুনের ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকেই ওঠেছে সন্দেহের তীর। তার হাত ‘খাশোগির রক্তে রঞ্জিত’ বলে সরাসরি অভিযোগ করেছে তুরস্ক। সৌদি আরব প্রথম দিকে খাশোগির বিষয়টিকে নিখোঁজ আখ্যায়িত করে সে বিষয়ে কিছুই জানে না দাবি করে। কিন্তু আঙ্কারা ও পশ্চিমা মহলের চাপে পড়ে তারা কনস্যুলেটে তার হত্যাকাে র বিষয়টি স্বীকার করে।

সর্বশেষ খবর