শিরোনাম
রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মহাকাশে মানুষ পাঠাতে ভারতের বাজেট

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা বাস্তবায়নে বাজেট অনুমোদন করেছে ভারত। শুক্রবার দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানিয়েছেন এই প্রকল্পে ১০ হাজার কোটি রুপির বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। তিনি বলেন, আমরা মহাকাশে সাতদিনের জন্য তিন সদস্যের একটি দল পাঠাবো। এখন থেকে ৪০ মাসের মধ্যে পরীক্ষামূলক উদ্যোগ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, এই উদ্যোগ সফল হলে মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ হবে ভারত। এ বছরের আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) তিন ভারতীয়কে মহাকাশে নিয়ে যেতে নিজেদের সর্ববৃহৎ রকেট মোতায়েনের ঘোষণা দেয়। মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সালের ডিসেম্বরে মনুষ্যহীন একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ভারত।  যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর ভারতের প্রতিবেশি দেশ চীন ২০০৩ সালে মহাকাশে মানুষ পাঠায়।

সর্বশেষ খবর