রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মিসরে পর্যটকবাহী বাসে জঙ্গি হামলা, নিহত ৪

মিসরের বিখ্যাত গিজা পিরামিডের কাছে শুক্রবার পর্যটকবাহী একটি  বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামি পর্যটক এবং একজন তাদের মিসরীয় গাইড।

ওই দিন ভিয়েতনামের ১৪ পর্যটক বাস নিয়ে পিরামিডের কাছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য যাচ্ছিলেন। গিজার মারিয়ুতিয়া সড়ক অতিক্রমের সময় তাদের বাসটি দেয়ালের পাশে লুকানো একটি বোমায় ক্ষতবিক্ষত হলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, জানিয়েছেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাবদৌলি। তবে মিসরের প্রধানমন্ত্রীর অভিযোগ, ভিয়েতনামের ওই পর্যটকরা নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে অনির্ধারিত পথে গিজা এলাকায় যাচ্ছিল। যাওয়ার পথে তাদের বহন করা বাসটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

সর্বশেষ খবর