রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

সেনা প্রত্যাহার করবে জার্মানি

জার্মানির সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হ্যারাল্ড কুজাত সতর্ক করে দিয়ে বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনাসংখ্যা কমানো হলে তার দেশের সৈন্যদের নিরাপত্তা বিপন্ন হবে এবং সেক্ষেত্রে জার্মান সেনাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে। তিনি ‘ট্যাগেসপিগাল’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানে তার বাহিনীকে ছোট একটি কন্টিনজেন্টে পরিণত করে তাহলে আমাদের পক্ষে আর দেশটিতে সেনা মোতায়েন করে রাখা সম্ভব হবে না।’

চীনে আটক কানাডীয় শিক্ষকের মুক্তি

টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতারের পর চীন যে তিন কানাডীয়কে আটক করেছিল তাদের একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্ত ওই কানাডীয় শিক্ষক দেশে ফিরেছেন বলে শুক্রবার কানাডার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। ওই কানাডীয়র নাম সারাহ ম্যাকাইভার।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইউএসজিএস প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ বলেছিল। কিন্তু পরে তারা ভূমিকম্পটি ৬ দশমিক ৯ মাত্রার ছিল বলে জানায়। ‘তবে ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

সুদানে সরকারবিরোধী বিক্ষোভ

সুদানে রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। শুক্রবার ছিল সুদানে সরকারবিরোধী বিক্ষোভের দশম দিন। জুমার নামাজের পর এদিন খার্তুমের বেশ কয়েকটি এলাকা, ওমদুরমান, পোর্ট সুদান, আতবারা ও মাদানি শহরে বিক্ষোভকারীরা রাস্তায় বের হয়ে আসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর