সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার নিজেই ধ্বংস হচ্ছে

এবার নিজেই ধ্বংস হচ্ছে

ইন্দোনেশিয়ায় এবারের সুনামির জন্য দায়ী আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত থেকে সমুদ্রের তলদেশে ধসের কারণে গত শনিবার ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালিতে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। এতে ৪০০ মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে। ২০ জনের বেশি নিখোঁজ। ৪০ হাজারের বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কিন্তু সেই আগ্নেয়গিরিটি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে এবার নিজেই ধ্বংস  হচ্ছে। এরই মধ্যে এটির দুই-তৃতীয়াংশ ধসে পড়েছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গবেষকরা আনাক ক্রাকাতাউ স্যাটেলাইট চিত্র পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন অগ্ন্যুৎপাতের কারণে গত সপ্তাহের তুলনায় উচ্চতা ও ঘনত্বে আগ্নেয়গিরিটির দুই-তৃতীয়াংশ ধসে গেছে। প্রাথমিক কিছু তথ্য থেকে বোঝা গেছে, আনাক ক্রাকাতাউ আকৃতি হারিয়েছে বিশেষ করে পশ্চিম দিকে। কোণাকার আগ্নেয়গিরিটি ৩৩৮ মিটার উঁচু ছিল। এখন সেটা ১১০ মিটারে নেমে এসেছে। ঘনত্বের দিক দিয়েও কমেছে। ১৫০ থেকে ১৭০ মিলিয়ন ঘনমিটার পদার্থ কমে গিয়ে এখন তা মাত্র ৪০ থেকে ৭০ মিলিয়ন ঘনমিটার রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর