সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডেমোক্র্যাটদের ওপর দায় চাপালেন ট্রাম্প

সীমান্তে শিশু মৃত্যু

মেক্সিকো সীমান্তে মার্কিন হেফাজতে থাকা অবস্থায় শিশু মৃত্যুর ঘটনায় ডেমোক্র্যাটদের দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ডেমোক্র্যাটরা অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের প্রবেশ শিথিল রাখার নীতি অবলম্বন করায় তারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মিত হলে অভিবাসনপ্রত্যাশীরা এ চেষ্টা চালাবে না বলে দাবি করেন তিনি। বিগত কয়েক মাসে অভিবাসনের প্রত্যাশায় গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর থেকে যুক্তরাষ্ট্র সীমান্তে ভিড় জমিয়েছে লাখো মানুষ। নিজ দেশে নিপীড়ন, দারিদ্র্য ও সহিংসতা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে তারা। তবে অবৈধভাবে প্রবেশকারীদের গ্রেফতার, বিচার ও বিতাড়নের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রবর্তক প্রেসিডেন্ট ট্রাম্প। মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত প্রত্যেককে সীমান্তে আটক রাখার ব্যাপারে অনড় ট্রাম্প। আটক অভিভাবকদের সঙ্গে শিশুদেরও মার্কিন সরকারের আটক কেন্দ্রে হেফাজতে রাখা হচ্ছে। হেফাজতে থাকা অবস্থায় এ মাসে দুই গুয়াতেমালান শিশুর মৃত্যু হয়।

সর্বশেষ খবর