সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

উত্তেজনার মধ্যেই ভোট কঙ্গোতে

নির্ধারিত সময়েরও প্রায় দুই বছর পর সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর জনগণ। রবিবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিকাল ৫টা পর্যন্ত চলা এ নির্বাচনে বিজয়ী ব্যক্তি গত দেড় যুগ ধরে ক্ষমতায় থাকা জোসেফ কাবিলার স্থলাভিষিক্ত হবেন। সংবিধানের বাধ্যবাধকতায় কাবিলা এবার নির্বাচন করতে পারছেন না। প্রায় ৪ কোটি নিবন্ধিত ভোটার এবারের নির্বাচনে রায় জানানোর সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে ২১ জন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কাবিরার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এমানুয়েল রামাজানি শাদারির সঙ্গে বিরোধী দুই প্রার্থী মার্টিন ফায়ুলু ও ফেলিক্স শিশেকেদি শিলোম্বোরই লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। আততায়ীর হাতে লরেন্ট কাবিলাকে হত্যার পর ২০০১ সালে জোসেফ ক্ষমতায় বসেছিলেন।

সর্বশেষ খবর