সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

কলকাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

কলকাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

কলকাতা নদী বন্দরে ড্রেজিং করার সময় ৪৫০ কেজি ওজনের একটি বিশাল বোমা পাওয়া গেছে। বন্দরটির নেতাজি সুভাষ বোস ডকের দুই নম্বর বার্থে নিয়মিত ড্রেজিংয়ের সময় এই বোমাটি পাওয়া যায়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এবং এটি বিমান থেকে নিক্ষেপ করার মতো করে তৈরি করা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, খবর এনডিটিভির। শুক্রবার বোমাটি পাওয়ার পর এলাকাটি ঘেরাও করে রাখা হয় এবং নৌবাহিনী ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন কলকাতা বন্দর ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার। তিনি জানান, ‘শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে (স্থানীয় সময়) ড্রেজিং চলাকালে নেতাজি সুভাষ বোস ডকের ২ নম্বর বার্থে চার দশমিক পাঁচ মিটার লম্বা আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমাটি পাওয়া যায়। আমরা প্রথমে এটিকে টর্পেডো মনে করেছিলাম, কিন্তু এটিকে একটি বোমা বলে নিশ্চিত করেছে নৌবাহিনী। সমরাস্ত্র কারখানার কর্মকর্তাদের সহায়তা নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর