শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আসামে চূড়ান্ত নাগরিক তালিকা ৩১ জুলাই

কলকাতা প্রতিনিধি

চলতি বছরের ৩১ জুলাই ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গতকাল দেশটির সুপ্রিম কোর্ট এ নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, ওই সময়সীমা আর বাড়ানো হবে না। শীর্ষ আদালত এও পরিষ্কার করে দিয়েছে চূড়ান্ত এনআরসি তালিকা তৈরির প্রস্তুতি কোনোভাবেই এপ্রিল-মে মাসে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে না। সেইসঙ্গে দুটি প্রক্রিয়ার মধ্যে সমন্বয় রেখে সংগঠিতভাবে কাজ করার জন্য আসাম রাজ্য সরকারের মুখ্য সচিব, রাজ্যটির নাগরিক পঞ্জির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা এবং নির্বাচন কমিশনকে আগামী সাত দিনের মধ্যে নিজেদের মধ্যে বসে আলোচনা করারও পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। গত বছরের ৩০ জুলাই আসমে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়। এনআরসির কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। আর তার পরেই বিষয়টি নিয়ে দেশজুড়ে যথেষ্ঠ শোরগোল পড়ে যায়। এমন পরিস্থিতিতে জানানো হয়, বাদ পড়া নাগরিকরা নাম অন্তর্ভুক্তির জন্য তারা তাদের দাবি জানাতে পারবেন। জানা গেছে, বাদ পড়া ৪০ লাখ বাসিন্দার মধ্যে ৩৬.২ লাখ মানুষ তাদের নাম  অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তার শুনানি শুরু হবে।

সর্বশেষ খবর