রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্রাজিলে বাঁধ ধসে নিহত ৯, নিখোঁজ ৩০০

ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ভেঙে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুরের ওই ঘটনায় আরও প্রায় ৩০০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা জানান, মিনাইস গেরাইস রাজ্যের ব্রুমাদিনোর ওই বাঁধটি ধসে পড়ার পর কাছাকাছি এলাকাগুলোতেও কাদাপানি ছড়িয়ে পড়ে; চাপা পড়ে অসংখ্য ভবন ও যানবাহন। আটকে পড়া অসংখ্য মানুষকে এরই মধ্যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছেন ব্রাজিলের জরুরি বিভাগের কর্মীরা। দেশটির সবচেয়ে বড় খনি কোম্পানি ভেলের নিয়ন্ত্রণে থাকা বাঁধটি কী কারণে ধসে পড়ল তা নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের বেশিরভাগই আকরিক লোহার খনির কর্মী বলে জানিয়েছে বিবিসি। ঘটনার সময় বাঁধ সংলগ্ন ক্যাফেটেরিয়ায় অসংখ্য শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। বাঁধ ভেঙে যাওয়ার পর ওই ক্যাফেটেরিয়াটি কাদায় চাপা পড়ে।

সর্বশেষ খবর