জাপানে সাগরে যাত্রী পারাপারের সময় একটি ফেরি তিমি মাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৮০ যাত্রী আহত হয়েছেন। নিগাটা বন্দর থেকে দ্রুত গতিসম্পন্ন হাইড্রোফয়েল জাহাজটি শনিবার স্যাদো আইল্যান্ডে ফিরছিল। ফেরিটির চালক জানান, সমুদ্রযানটি কোনো একটা কিছুকে আঘাত করে, যার ফলে জাহাজের স্টার্নে ১৫ সেন্টিমিটারের ছয় ইঞ্চি একটি ফাটল তৈরি হয়। স্থানীয় সংবাদ মাধ্যমকে ফেরিটির একজন যাত্রী বলেছেন, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সামনের সিটের সঙ্গে গিয়ে আমার ঠোঁটে আঘাত লাগে। আশপাশের সব যাত্রীর অনেকেই হুমড়ি খেয়ে পড়ে যায়। অনেকে তখন ব্যথায় কাতরাচ্ছিল। বছরের এ সময়টিতে জাপান সাগরের এই অঞ্চলে মিঙ্কি এবং হাম্পব্যাক জাতের তিমি ঘন ঘন যাতায়াত করে থাকে।