বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
গুজরাট দাঙ্গা

ধর্ষিতাকে ৫০ লাখ রুপি দেওয়ার নির্দেশ

২০০২ সালের গুজরাট দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানোকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁর হাতে টাকা তুলে দিতে হবে। একই সঙ্গে তাঁকে সরকারি চাকরি এবং বাসস্থানের ব্যবস্থাও করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গুজরাট সরকারকে। রাজ্যের দাহদের বাসিন্দা বিলকিস। গোধরা ট্রেনে আগুন লাগার ঘটনায় রাজ্যজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে ২০০২ সালের ৩ মার্চ গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছিল তাঁর পরিবার। কিন্তু আমদাবাদের কাছে রন্ধিপুর গ্রামে দাঙ্গাবাজদের হাতে পড়ে যান তাঁরা। সেখানে গণধর্ষণ করা হয় বিলকিস বানোকে। তাঁর পরিবারের ১৪ জন সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়।

সর্বশেষ খবর