শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

তিউনিসিয়া উপকূলে শরণার্থী নৌকাডুবি ৫০ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি  নৌকা ডুবে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন অন্তত ৫০ জনের মৃত্যুর খবর দিয়েছে। গতকালের এ দুর্ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানা গেছে। ওদিকে, তিউনিসিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাজধানী তিউনিসের ৭৪ কিলোমিটার দক্ষিণের সাফাক্স শহরের উপকূলে অন্তত ৭০ জন শরণার্থী ডুবে গেছে বলে জানিয়েছে। শরণার্থীরা লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে তিউনিসিয়ার কর্মকর্তারা।

ঘটনাস্থল থেকে গতকাল রাত পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নৌবাহিনী বাকিদের সন্ধান করছে।

 

নৌকার যাত্রীরা সাব-সাহারা আফ্রিকা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। হাজার হাজার শরণার্থী প্রতি বছরই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।

জানুয়ারিতে প্রকাশিত একটি জাতিসংঘ প্রতিবেদনের হিসাবমতে, ২০১৮ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিদিন ৬ জন করে শরণার্থীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর