পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যেসব দুর্নীতিবাজ রাজনীতিক দেশকে ভয়াবহ ঋণের মধ্যে ফেলেছেন তাদের বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড়া হবে না। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় সংসদে বার্ষিক খসড়া বাজেট পেশ ও গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটকের পর তিনি এ ঘোষণা দিলেন। আটক ব্যক্তিরা হলেনÑ পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধী নেতা হামজা শাহবাজ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, কীভাবে দুর্নীতিবাজরা গত ১০ বছরে দেশের ঘাড়ে ২৪ হাজার বিলিয়ন রুপি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তা তদন্ত করে বের করা হবে।