শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে বিহারে শতাধিক শিশুর মৃত্যু

এনসেফ্যালাইটিসের প্রকোপে ভারতের বিহারে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৬ দিনে সেখানকার হাসপাতালগুলোয় এসব শিশু মারা যায়। অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমে (এইএস) আক্রান্ত হয়ে এখনো ৩০০ শিশু ভর্তি সেখানকার হাসপাতালে। আইসিইউতে চিকিৎসা চলছে তাদের।

কিউলেক্স বিশনুই নামের এক ধরনের মশা এনসেফ্যালাইটিস ছড়ায়। এতে কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ধরার মতো উপসর্গ দেখা যায়। এনসেফ্যালাইটিসে আক্রান্ত হলে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে শিশুরা। অবিলম্বে বর্ষা শুরু না হলে এই মৃত্যুমিছিল চলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এস কে শাহি।

 

সর্বশেষ খবর