‘মশিয়ার নোবেল’খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার-২০১৯ পাচ্ছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক রবিশ কুমারসহ পাঁচজন। গতকাল ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি এবারের মনোনীতদের তালিকা প্রকাশ করে। রবিশ কুমার ছাড়াও চলতি বছর এ পুরস্কার পাচ্ছেন মিয়ানমারের সাংবাদিক কো সোয়ে উইন, থাইল্যান্ডের আংখানা নীলাপাইজিত্, ফিলিপাইনের রয়মুন্ডো পুজান্তে ও দক্ষিণ কোরিয়ার কিম জং কি। ম্যাগসেসে পুরস্কার পাওয়ায় রবিশকে শুভকামনা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ ছাড়া, মিয়ানমারের কো সোয়ে উইন নামে যে সাংবাদিক পুরস্কারটি পেয়েছেন, তিনিও বিভিন্ন সময় সামরিক জান্তার মদদপুষ্ট ক্ষমতাবানদের রোষানলে পড়েছেন। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসের নামে ১৯৫৮ সালে এ পুরস্কার প্রবর্তিত হয়। জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, কলা, শান্তি ও আন্তর্জাতিক সমন্বয়সহ বিভিন্ন ক্ষেত্রে এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।