শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আমাজনের আগুন আরও তীব্র হবে?

আমাজনের আগুন আরও তীব্র হবে?

আমাজনের বলিভিয়া অংশে আগুন নেভাতে নেমেছেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস

ব্রাজিল সরকার দাবি করছে আমাজন বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশটির শীর্ষ এক পরিবেশবিদ হুঁশিয়ারি দিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ আগুন আরও তীব্র হয়ে উঠতে পারে। বুধবার দেশটির সংবাদমাধ্যম গ্লোবোতে লেখা এক নিবন্ধে তাসো আজেভেদো নামে ওই পরিবেশবিদ সম্ভাব্য ক্ষতি এড়াতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ বছর এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৮০ হাজার আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা ঘটেছে আমাজন বনাঞ্চলে। তবে শনিবারও দেশটির উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো দাবি করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। তবে আগুনের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি বলে মনে করেন দেশটির অরণ্যবিনাশ পর্যবেক্ষণকারী গ্রুপ ম্যাপবায়োমাসের সমন্বয়ক তাসো আজেভেদো। নিবন্ধে আজেভেদো সতর্ক করেন, এখনই যদি এ আগুন থামানো না হয় তাহলে দৃশ্যমান আগুন তা আরও ব্যাপক হয়ে উঠতে পারে।

 

সর্বশেষ খবর