শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নাসার স্যাটেলাইটে আমাজন আগুনের ভয়াবহতা

নাসার স্যাটেলাইটে আমাজন আগুনের ভয়াবহতা

মাইলের পর মাইল জুড়ে পুড়ছে পৃথিবীর ‘ফুসফুস’ আমাজন। আর এ কারণে বনটির কোথাও কোথাও তাপমাত্রা ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছে।

ফুসফুসে ক্ষত হলে একটা প্রাণীর যা হয় এই গ্রহেরও একই অবস্থা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজনে আগুন লেগে। আর এই ক্ষত কতটা ভয়াবহ তা বোঝা গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে। ছবিতে আমাজনের আগুন থেকে নির্গত ধোঁয়া ও তাপও স্পষ্ট বোঝা যাচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওই  অঞ্চলে তাপমাত্রা বেড়ে গেছে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ১৫ আগস্ট থেকে জ্বলছে ব্রাজিলের আমাজন জঙ্গল। এর মধ্যেই গত বৃহস্পতি থেকে গতকাল পর্যন্ত নতুন করে আমাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় সরকারের শরণাপন্ন হয়েছে ছয়টি রাজ্য। বিভিন্ন স্থানে ভয়াবহ রকমের আগুনের কুন্ডলি তৈরি হয়েছে। এসব রাজ্যের কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সহায়তা চাইছে। রাজ্যগুলো হচ্ছে পারা, রন্ডোনিয়া, রোরাইমা, টোকানটিন্স, একর এবং ম্যাটো গ্রোসো। আবহাওয়াবিদ জোসেলিয়া পেগোরিম বলেছেন, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ব্রাজিলের রাজ্য রোনডোনিয়া এবং অ্যার্কে এবং প্রতিবেশী বলিভিয়া এবং প্যারাগুয়ের বিশাল আগুন থেকে ধোঁয়ার উৎপত্তি হওয়ার পর সেটা দক্ষিণ দিকে ভেসে আসছে।

সর্বশেষ খবর