শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এমপিদের রোষের মুখে কোণঠাসা জনসন

এমপিদের রোষের মুখে কোণঠাসা জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টের অধিবেশনে কাটছাঁট করে ব্রেক্সিটের আগে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা চালালেও তারা হাল ছাড়তে প্রস্তুত নন। ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের নির্ধারিত তারিখের আগেই তারা চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা দূর করতে বদ্ধপরিকর। এজন্য সময় নষ্ট না করে আগামী সপ্তাহে সংসদের অধিবেশন শুরু হলেই বিরোধী লেবার দল আপৎকালীন বিতর্ক শুরু করতে চায়। দলের নেতা জেরেমি কর্বিন বলেন, ‘প্রয়োজনে আইন প্রণয়ন করে প্রধানমন্ত্রীর বেপরোয়া উদ্যোগ থামানোর চেষ্টা করা হবে।’ পরে লেবারসহ পাঁচটি বিরোধী দল এক যৌথ ঘোষণাপত্রে সংসদ মুলতবির পদক্ষেপ নিয়ে ভোটাভুটির উদ্যোগের ঘোষণা করেছে। বরিস জনসন জানিয়েছেন, তিনি আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রিত ব্রেক্সিটের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেপ্টেম্বরে প্রতি সপ্তাহে ইইউর সঙ্গে দুই দিন করে দুই পক্ষের আলোচনা হবে বলে তিনি ঘোষণা করেন। এদিকে জনসনের পার্লামেন্ট অধিবেশন বন্ধের  ঘোষণার পর লন্ডনে হাজার হাজার ব্রিটিশ নাগরিক রাজপথে নেমে তার প্রতিবাদ জানাচ্ছেন।

সর্বশেষ খবর