শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরিদের ওপর নির্যাতনের অভিযোগ

কাশ্মীরে ভারতীয় সেনারা ব্যাপক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতিতদের অভিযোগ, তাদের বিদ্যুতের তার ও লাঠি দিয়ে মারা হয়েছে এবং বৈদ্যুতিক শক  দেওয়া হয়েছে। অনেক গ্রামের বাসিন্দাই সাংবাদিকদের এসব ক্ষতচিহ্ন দেখিয়েছেন। খবরে বলা হয়েছে, কাশ্মীরের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, অ্যাক্টিভিস্টসহ প্রায় তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। কাশ্মীরের কারাগারগুলোতে জায়গা সংকুলান না হওয়ায় আটক অনেককে রাজ্যের বাইরের কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

বিবিসি সংবাদদাতা সামির হাশমি দক্ষিণ কাশ্মীরের অন্তত ৬টি গ্রাম ঘুরে জানিয়েছেন, এলাকার ডাক্তার এবং স্বাস্থ্য কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে গ্রামবাসীরা তাদের শরীরের ক্ষত দেখিয়ে দাবি করেছেন যে, নিরাপত্তা রক্ষাকারীদের হাতেই নির্যাতনের শিকার হয়েছেন তারা। এক গ্রামের দুই ভাইয়ের একজন বলেন, ‘তারা আমাদের ব্যাপক মারধর করে। আমরা তাদের জিজ্ঞাসা করি, আমরা কী করেছি? কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেনি, কিছু বলেওনি, তারা আমাদের মারতেই থাকে।’

সর্বশেষ খবর