শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরানের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরও চাপ বাড়াল যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির ন্যাশনাল ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর ওয়াশিংটন-তেহরানের বাগযুদ্ধের পর গতকাল ওই পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে সাক্ষাতের পর ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ পদক্ষেপের কথা জানান। গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। এরপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার পর সম্ভাব্য অবরোধের লক্ষ্যবস্তুর একটি তালিকা পর্যালোচনা করেছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। এরপর ইরানের অর্থনীতির ওপর চাপ প্রয়োগ করতে তাদের ন্যাশনাল ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘একটি দেশের ওপর এ পর্যন্ত এটা সর্বোচ্চ নিষেধাজ্ঞা।’

সর্বশেষ খবর