শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনাস্থা ভোট চান জনসন!

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে বিরোধী দলগুলোর প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। অবৈধভাবে স্থগিতের দুই সপ্তাহ পর সংসদের প্রথম অধিবেশনে তিনি এই আহ্বান জানান। ‘কাম অন’ চ্যালেঞ্জ জানিয়ে কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী জনসন বুধবার বিরোধী দলগুলোকে অনাস্থা ভোটের কথা বলেন। তার এই পদক্ষেপ দেশটিকে একটি সাধারণ নির্বাচনের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণার পর বুধবার সংসদের প্রথম অধিবেশনে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আদালতের রায় তুলে ধরে বক্তব্যে জনসন বলেন, ‘সংসদ স্থগিত করা ছিল একটি রাজনৈতিক বিষয়, এটা আদালতের বিষয় নয়, এখানে আদালত ভুল ছিল।’ প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ‘তুমি মিথ্যাবাদী’ বলে চিৎকার করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর