শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

টিকটকে প্রচারণা চালাচ্ছে আইএস

চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করে জঙ্গি মতাদর্শের প্রচারণা চালাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে, অ্যাপটির পক্ষ থেকে আইএসের অন্তত ২০টি অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। ওয়াল স্ট্রিটের খবরে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী তাদের তথাকথিত খিলাফতের জাতীয় সংগীত প্রকাশ করে টিকটকে। এছাড়া মরদেহে ও তাদের যোদ্ধাদের ভিডিও প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সংস্থা স্টোরিফুল আইএস সংশ্লিষ্ট ২০টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে।

সর্বশেষ খবর