রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
গুপ্তচরবৃত্তির অভিযোগ

সিআইএর সাবেক কর্মকর্তার ১৯ বছর কারাদন্ড

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষীসাব্যস্ত করে সিআইএর সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে ১৯ বছরের কারাদন্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালত শুক্রবার ৫৫ বছরের জেরি চুয়ান শিংকে এ সাজা দেয়। জেরি ২০০৭ সালে সিআইএ’র চাকরি ছেড়ে হংকং চলে যান। সেখানে কয়েক বছর পর ২০১০ সালে দুই চীনা গোয়েন্দা তার সঙ্গে সাক্ষাৎ করে সিআইএতে থাকার সময় জেরি যেসব তথ্য জেনেছেন সেগুলো দিতে বলেন। বিনিময়ে তাকে এক লাখ মার্কিন ডলার নগদ এবং ‘আজীবন দেখভাল’ করার প্রস্তাব দেওয়া হয়। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জেরির ব্যাংক একাউন্টে নিয়মিত হাজার হাজার ডলার জমা পড়ে। এতকিছু করার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি বারবার মিথ্যাচারও করেছেন।’

আদালতের দেওয়া তথ্যানুযায়ী ২০১২ সালের আগস্টে এফবিআইর কর্মকর্তারা হাওয়াইতে জেরির হোটেলকক্ষে তল্লাশি চালিয়ে ঠিকানা লেখা একটি বই এবং একটি দৈনিক কাজের তালিকা রাখা ডায়েরি খুঁজে পায়। ওই ডায়েরিতে ২০০৪ সালের আগে সিআইএর গোয়েন্দা থাকার সময় তিনি যেসব কাজ করেছেন তার হাতেলেখা তালিকা ছিল। ওই ডায়েরিতে পাওয়া গোয়েন্দা তথ্যগুলো অত্যন্ত সংবেদনশীল ছিল। কারণ সেখানে সিআইএর সম্পদ, কর্মপরিকল্পনার জন্য বৈঠকের স্থান, ফোন নম্বর এবং গোপন আস্তানার বিস্তারিত তথ্য ছিল। কিন্তু এফবিআই জেরিকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন তিনি এসব নিয়ে মিথ্য কথা বলেছিলেন। গত মে মাসে আদালত জেরিকে দোষীসাব্যস্ত করে। গত কয়েক মাসে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক যে তিনজন গোয়েন্দা কর্মকর্তার দীর্ঘমেয়াদে কারাদন্ড হয়েছে জেরি তাদের একজন। অন্য দুজন হলেন কেভিন ম্যালোরি (২০ বছরের কারাদন্ড) এবং রন রকওয়েল (১০ বছরের কারাদন্ড)।

সর্বশেষ খবর