সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শুনানিকে ‘ছাইপাশ’ বললেন ট্রাম্প

শুনানিকে ‘ছাইপাশ’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন করার বিষয়ে প্রতিনিধি পরিষদে গত পাঁচ দিন ধরে শুনানি চলছে। আর এই শুনানিকে ‘পুরোপুরি ছাইপাঁশ’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি এ-ও বললেন, ইউক্রেনের ওপরে তার চাপ সৃষ্টির অভিযোগ নিয়ে বিভিন্ন মার্কিন কূটনীতিকের সাক্ষ্য শোনার সময়ে হাউসের  ডেমোক্র্যাটদের ‘নির্বোধের মতো’ দেখাচ্ছিল। স্পষ্টতই, নিজের ইমপিচমেন্ট-শুনানি নিয়ে মুখের লাগাম হারিয়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প।

শুধু তাই নয়, অভিশংসন তদন্তে প্রত্যক্ষদর্শী ডেভিড হোমস মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন ট্রাম্প। এক্ষেত্রে তিনি ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানির পক্ষ অবলম্বন করেছেন। বলেছেন, একটি দুর্নীতিগ্রস্ত দেশের সঙ্গে বোঝাপড়ার জন্য রুডি গিলিয়ানির ক্রাইম-ফাইটিং সক্ষমতা প্রয়োজন। টেলিফোনে একটি চ্যানেলকে দেওয়া ৫৭ মিনিটের সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘ধাপ্পায় ভরা একটা দুর্দান্ত সপ্তাহ কাটল।’ ট্রাম্প বলেন, ‘তিনি আশা করেন না, ইমপিচড হবেন। অভূতপূর্ব সমর্থন পাচ্ছে রিপাবলিকান পার্টি। কিন্তু ডেমোক্র্যাট-অধ্যুষিত হাউসে যদি ইমপিচমেন্টের প্রস্তাব পাস হয়, তা হলে উচ্চকক্ষ সিনেটে শুনানির মুখে পড়তেও তার কোনো অসুবিধে নেই বলে জানিয়েছেন তিনি।  এই আপাত স্বস্তির একটা কারণ অবশ্যই সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা। প্রেসিডেন্টের অপসারণেও দুই-তৃতীয়াংশ সিনেটরের সম্মতি দরকার। সে সবের আগে ট্রাম্প চাইছেন ডেমোক্র্যাটদের ঘরে চ্যালেঞ্জটা পৌঁছে দিতে।

সর্বশেষ খবর