মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গণতন্ত্রকে খুন করা হয়েছে : রাহুল গান্ধী

গণতন্ত্রকে খুন করা হয়েছে : রাহুল গান্ধী

মহারাষ্ট্র নিয়ে কেন্দ্রীয় সরকারকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। কারণ ওই রাজ্যে তো গণতন্ত্রকে খুন করা হয়েছে। গতকাল লোকসভায়  এমনই বললেন কংগ্রেসের সাবেক  সভাপতি রাহুল গান্ধী। তার কথায়, মহারাষ্ট্র নিয়ে কেন্দ্রীয় সরকারকে আমার কয়েকটা প্রশ্ন করার ছিল। কিন্তু আমি প্রশ্ন করছি না। গত শনিবার সকালে আচমকা মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন এনসিপির অজিত পাওয়ার। এর বিরুদ্ধে গতকালই সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে শিবসেনা, কংগ্রেস ও এনসিপির জোট। সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ ফড়নবিশ সরকারের ভাগ্য নির্ধারণ করবে। অন্যদিকে, সংসদ চত্বরে এদিন মহারাষ্ট্র নিয়ে     বিক্ষোভে নেতৃত্ব দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের নেতা-কর্মীদের বড় একটি দল এদিন ব্যানার নিয়ে স্লোগান দেয়। ব্যানারে লেখা ছিল, ‘গণতন্ত্রকে খুন করা বন্ধ কর’।

সর্বশেষ খবর