বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বুরকিনা ফাসোতে হামলায় নিহত ১২২

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত ৩৫ বেসামরিক লোক ও ৭ সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর পাল্টা আঘাতে হামলাকারীদের ৮০ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ওদিকে, সরকার আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, ‘জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় ৩১ নারীসহ ৩৫ জনকে হত্যা করেছে।’ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। দেশটিতে জঙ্গি হামলার ঘটনা প্রায়ই ঘটলেও মঙ্গলবারের মতো এত বেশি প্রাণহানির ঘটনা আগে ঘটেনি। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রক মার্ক কাবোরে এ ঘটনায় ২ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বুরকিনা ফাসোর বিদ্রোহী তৎপরতা মাথাচাড়া দিয়ে ওঠার পাশাপাশি গত কয়েক বছরে প্রতিবেশী মালিতে ইসলামি জঙ্গিবাদ ছড়িয়ে পড়ায় অঞ্চলটি অশান্ত হয়ে উঠেছে।

সর্বশেষ খবর