সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসের বিপদের মধ্যে চীনে বার্ড ফ্লুর আপদ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হিমশিম খাচ্ছে চীন। এর মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানে একটি খামারে দ্রুত ছড়াতে সক্ষম এমন ধরনের এইচ৫এন১-এর ছড়িয়ে পড়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। প্রায় ৮ হাজার মুরগির একটি খামারে এই ভাইরাস পাওয়া গেছে। এজন্য চীন এ পর্যন্ত ১৭ হাজার ৮২৮টি মুরগি মেরে ফেলেছে বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে। এর আগে এ মাসের প্রথম দিকে এই বার্ড ফ্লু ভাইরাসে সংক্রমিত মুরগি ও ডিম ধ্বংস করা শুরু করে ভারত। ২০১৩ সালে চীনে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কারণে দেশটির ৬৫০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয় বলে জাতিসংঘের বিশেষজ্ঞদের মত।

সর্বশেষ খবর