বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

তিনটি ওষুধ করোনা চিকিৎসায় অনুমোদন পেল দ. কোরিয়ায়

করোনার চিকিৎসায় ভ্যাকসিন বা ওষুধ বানাতে তোড়জোড় চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে তিনটি ওষুধ করোনার চিকিৎসার জন্য অনুমোদিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। করোনা আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষামূলক ওষুধের ব্যবহার করা হয়েছে। ১০ জনেরও বেশি রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ মন্ত্রণালয় ওষুধের নাম প্রকাশ করেছে যার মাধ্যমে সারবে করোনা। জিভি১০০১ যা অ্যালজাইমার নামক অসুখের জন্য ব্যবহার করা হয়। গেল শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে দুজন করোনা আক্রান্ত রোগীকে এ ওষুধ দেওয়া হয়। এ ছাড়া অ্যান্টি-ইনফ্ল্যামেশন, অ্যান্টি-অক্সিডেশন এবং সেলুলার প্রতিরক্ষামূলক হিসেবেও এ ওষুধটি কাজ করতে পারে। তবে সরকার ওষুধ তিনটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে এই নয় যে, এর নিরাপত্তা ও সুরক্ষা শতভাগ  প্রমাণিত হয়েছে। এদিকে মহামারী করোনার তিনটি পরীক্ষামূলক  ওষুধ তৈরি করেই ওষুধ শিল্পের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না হাসপাতালটি।

সর্বশেষ খবর