বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লাহোরে তাবলিগ জামাতের ২০ হাজার কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস মহামারী নিয়ে উদ্বেগের মধ্যে লাহোরে তাবলিগ জামাতের এক অনুষ্ঠানে অংশ নেওয়া ২০ হাজার লোককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ১০-১২ মার্চের ওই জামাতে অংশ নেওয়া আরও কয়েক হাজার লোকের সন্ধানে অভিযান চলছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, তারা লাহোরের ওই দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করতে কিংবা তাদের কোয়ারেন্টাইনে রাখতে চান। তাবলিগের ওই অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা পাকিস্তান এবং পাকিস্তানের বাইরেও করোনাভাইরাস ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের অনুরোধ না মেনে অনুষ্ঠিত মার্চের ওই জমাতে এক লাখেরও বেশি লোক অংশ নিয়েছিল বলে আয়োজকদের বরাত দিয়ে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সর্বশেষ খবর