মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন মোদি

ভারতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ

ভারতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে দেওয়া ২১ দিনের লকডাউনের শেষ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা আসতে পারে বলেও মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক টুইটে এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর দফতরের টুইটে বলা হয়, আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর প্রধানমন্ত্রী মোদি এখন পর্যন্ত দুইবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। প্রথমটি দেন গত ১৯ মার্চ, দ্বিতীয়টি ২৪ মার্চ। দ্বিতীয় ভাষণেই তিনি করোনার  বিস্তাররোধে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এর মাঝে ২২ মার্চ তিনি এক দিনের জন্য ‘জনতা কারফিউ’ ঘোষণা করে জনগণকে তা কঠোরভাবে পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর