মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
প্রধানমন্ত্রী অ্যাবের ভিডিও নিয়ে কড়া সমালোচনা

জরুরি অবস্থার মধ্যেই জাপানে বাড়ছে আক্রান্তের সংখ্যা

২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আক্রান্ত আরও ৫৩০

জরুরি অবস্থার মধ্যেই জাপানে বাড়ছে আক্রান্তের সংখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) গত সপ্তাহে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জাপানের প্রতি সতর্কবার্তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জাপান সরকার গত ৭ এপ্রিল থেকে রাজধানী টোকিওসহ সাতটি অঞ্চলে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করে। জরুরি অবস্থার মধ্যেও দেশটিতে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, জাপানে রবিবার আরও ৫৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪ জন। তবে আগের দিন শনিবারের তুলনায় এ দিন আক্রান্তের সংখ্যা কম ছিল। শনিবার এক দিনে রেকর্ড ৭১৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হন। এ দিন রাজধানী টোকিওতে আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড ১৯৭। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নিজের পোষা কুকুরের সঙ্গে খোশমেজাজে সময় কাটানোর টুইটারে পোস্ট করা একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। করোনার পরিপ্রেক্ষিতে চলমান জরুরি অবস্থার মধ্যে সাধারণ জাপানিরা যেখানে বাড়ি থেকে কাজ করতে গিয়ে এক ধরনের লড়াইয়ের সম্মুখীন হচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর