মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
সাংবাদিক খাশোগি হত্যা

২০ সৌদি নাগরিকের দণ্ড দিল তুরস্ক

সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিমর্মভাবে খুন করা হয়। এই হত্যার দেড় বছর পর সৌদির ২০ জন নাগরিকের শাস্তির রায় ঘোষণা করা হয়েছে। শনিবার তুরস্কের একটি আদালত এই রায় ঘোষণা করে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, ১১৭ পৃষ্ঠার অভিযোগ তৈরি করে ইস্তাম্বুলের সরকারি আইনজীবীরা। খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে ২০ সৌদি নাগরিকের শাস্তি দাবি করেন তারা। আইনজীবীদের অভিযোগ আমলে নিয়ে ২০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে ইস্তাম্বুলের আদালত। সৌদি আরবের সাবেক গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল-আসিরি এবং সৌদি যুবরাজের একান্ত সহযোগী সৌদ আল-কাহতানিকে আদালতের রায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর