বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হু’র অনুদান বন্ধ করার সময় নয় এটা

ট্রাম্পকে গুতেরেস

হু’র অনুদান বন্ধ করার সময় নয় এটা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিরুদ্ধে চীনকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অনুদান বন্ধের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেই বিরক্ত জাতিসংঘ। মঙ্গলবার ট্রাম্পের ঘোষণার পরই ঠান্ডা লড়াই শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাল্টা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান থেকে বঞ্চিত করার এটা সঠিক সময় নয়। এই মূহূর্তে অতিমারী করোনা ভাইরাসের সঙ্গে যেভাবে লড়াই করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার প্রশংসা করে পাল্টা ট্রাম্পকে বার্তা দিয়েছেন সংস্থাটির মহাসচিব। একটি বিবৃতিতে গুতেরেস জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখন প্রচুর রসদ, আর্থিক সাহায্য প্রয়োজন। এ সময় হুর মতো মানবিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত সংস্থার অনুদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অনুচিত। ভাইরাসের সঙ্গে লড়াইয়ের সময় এটা, এসবের জন্য নয়। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক স্তরে এখন একতা দেখানোর সময়। একজোট হয়ে বিশ্বশক্তিকে এই ভাইরাসকে দমন করতে হবে। পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত। এই উক্তি করে নাম না করে ট্রাম্প প্রশাসনকে খোঁচা দিলেন জাতিসংঘের মহাসচিব। প্রসঙ্গত, মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে হু। এর জন্য তাদের জবাব দিতে হবে। যেহেতু করোনাভাইরাসের উৎস চীন, তাই তারা বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে। তাই ওই সংস্থাকে দেওয়া সব অনুদান বন্ধ করার নির্দেশ দিয়েছি আমি।’ উল্লেখ্য, এককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবচেয়ে বেশি অনুদান দেয় আমেরিকা। গত বছর সংস্থাটির বাজেটের প্রায় ১৫ শতাংশ বা ৪০ কোটি মার্কিন ডলার জুগিয়েছিল ওয়াশিংটন। ফলে করোনা মহামারীর আবহে ট্রাম্পের অনুদান বন্ধ করার সিদ্ধান্তে রীতিমতো বেকায়দায় পড়তে চলেছে হু বলেই মনে করছেন অনেকে।

সর্বশেষ খবর