শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভারতে বাড়ল লকডাউন

ভারতে বাড়ল লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত দুই শতাধিক দেশে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ভাইরাস মোকাবিলায় দেশে দেশে চলছে লকডাউন। ভারতও এর বাইরে নয়। এরই মধ্যে দেশটির চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। ২২ মিনিটের ভাষণে মোদি বলেন, ‘আমি রাজ্য সরকারগুলোর সঙ্গে কথা বলেছি। বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা বলেছি। সবাই একটি বিষয়ে একমত। আর তা হলো, লকডাউনের মেয়াদ বাড়ানো উচিত। তাই আমি এই লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিচ্ছি।’ ভারতে এর আগে ঘোষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ ছিল গত মঙ্গলবার পর্যন্ত। ভাষণে মোদি লকডাউন মেনে চলার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা  জানান। ২০ এপ্রিলের পর লকডাউন কিছুটা শিথিল করারও ইঙ্গিত দেন মোদি। তিনি বলেন, ‘আমরা আরও কঠোর ব্যবস্থা নেব। ২০ এপ্রিল পর্যন্ত দেখব, রাজগুলোর পরিস্থিতি কী। যেসব রাজ্যে সংক্রমণের হার কম থাকবে, সেসব রাজ্যে শর্তসাপেক্ষে কিছু কর্মকান্ড শুরুর নির্দেশনা দেওয়া যেতে পারে।’ দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, ‘লড়াই চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর