রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নো মাস্ক, নো অয়েল

কলকাতা প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব রকম পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বাধ্যতামূলক করা হয়েছে ফেস মাস্কের ব্যবহার। যদিও এর পরেও অনেক মানুষকেই খোলা মুখেই বাইরে বেরোতে দেখা যাচ্ছে। এমন অবস্থায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গের পেট্রল পাম্পগুলোতেও ঝোলানা হলো ‘নো মাস্ক, নো অয়েল’ বোর্ড অর্থাৎ মাস্ক না পরলে গাড়ির জ্বালানিও মিলবে না।

পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস কোলে জানিয়েছেন ‘বাইক মালিক বা চালকদের মুখে মাস্ক না থাকলে তাদের কাছে পেট্রল বা ডিজেল বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষকে সচেতন করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার বিকাল থেকেই এই নিয়ম চালু হয়েছে প্রতিটি অয়েল স্টেশনে।’ 

তিনি আরও জানান ‘যারা মাস্ক পরে আসছেন না, তাদের জ্বালানি না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে।’ লকডাউন পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে বলেও জানান  কোলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর